ব্রেকিং নিউজঃ

পূর্বধলায় প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিল

 

মোনায়েম খান, নেত্রকোণা :  জেলার পূর্বধলা উপজেলায় এক উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালে এস,এসসি পরিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও স্কুলে কচিং বাণিজ্যের বিরুদ্ধে রোববার বেলা সাড়ে ১১ ঘটিকার সময় দক্ষিণ কাজলা নবী হোসেন খান স্কুলের প্রাঙ্গণে ৬৩ জন শিক্ষার্থী এই প্রতিবাদী মিছিল করে।শিক্ষার্থীরা জানান প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছ উদ্দিন তার ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করেন। যখন যা খুশি তাই করছেন। এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য তিনি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৪২০০,শত টাকা করে নিতেছেন। স্কুলে কচিং না করিলে ২৪ সালের এস,এসসি পরিক্ষার ফরম পূরণ করতে দিবেনা। স্বেচ্ছাচারী প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। সোনা মিয়া নামে এক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছ উদ্দিন একজন দুর্নীতিবাজ। তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন সময়ে নানা অজুহাতে টাকা আদায়সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হয়রানি করে আসছেন। এছাড়া তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে যাবতীয় অন্যায় কার্যক্রম পরিচালনা করেন। এই নিয়ে প্রতিবাদ করলেও তিনি তাতে কর্ণপাত করেন না। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সুদৃিষ্ট কামনা করেন। প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছ উদ্দিন বলেন, আমরা উন্নয়নের জন্য অতিরিক্ত ৫০০ টাকা করে বেশি নিচ্ছি। ফরম পূরণের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। তবে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিষ্ঠানের পাওনা বকেয়া টাকা আদায় করা হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গফুর এব্যপারে বলেন, লিখিত অভিযোগ পেলে বিধি মোতাকে ব্যবস্থা গ্রহণ করিব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*