ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী  আটক

মোনায়েম খান, নেত্রকোনা:  জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বরুয়াকোনা এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।
নেত্রকোনা ডিবি (পূর্ব) এর অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম ৫ নভেম্বর রোববার সকাল সাড়ে ৬টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বরুয়াকোনা বাজারে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক কারবারীকে আটক করে।
আটককৃত মাদক কারবারিরা হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার আমছোলা গ্রামের আবুল কালাম আজাদের পুত্র মোঃ মিজান মিয়া (২৩) ও কলমাকান্দা উপজেলার পুলিয়া রাজনগর গ্রামের সবদুল মিয়া পুত্র মোঃ মাসুদ মিয়া (২২)।
আটককৃত মাদক কারাবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার বিকালে আসামীদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*