মোনায়েম খান, নেত্রকোনা : জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে রোববার বেলা ১১ঘটিকার সময় জেলা শহরের মোক্তারপাড়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে জেলা শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অধ্যাপক অমর ফারুক ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রইচ মোহাম্মদ হাবিব খান মুক্তি, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার মোঃ আবদুল মতিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ আইয়ুব আলী, সাবেক বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক বাচ্চু,জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ভিপি শাহীন উদ্দিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায় গত ২৮-১০-২০২৩ তারিখে বিএনপি জামায়েতের সন্ত্রাসীদের দ্বারায় সাংবাদিকদের উপরে হামলা ও পুলিশ সদস্য নিহতের বিচারের দাবিতে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়