ব্রেকিং নিউজঃ

জাতীয় প্রেসক্লাবে ফিটনেস সেন্টারের উদ্বোধন

জাতীয় প্রেসক্লাবে একটি ফিটনেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ ফিটনেস সেন্টারের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ফিটনেস সেন্টারটির অর্থায়ন করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের কোনও বিশ্রাম নেই। কোভিড পরিস্থিতির সময় আমরা ঘরে থাকলেও আপনারা পারেননি। জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন। এমন একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।’

সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘অনেকদিন ধরেই বিভিন্ন জায়গায় স্পোর্টসের সঙ্গে সাইফ পাওয়ারটেক কাজ করে আসছে। জাতীয় জীবনে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। তারা যাতে স্বাস্থ্য চর্চা করতে পারেন, সেজন্য এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা সাংবাদিকদের পাশে থাকবো।’

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম, চার বছর ধরেই আমরা এটার জন্য তাগাদা দিয়েছিলাম। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, এটা হবে এবং শুরু থেকেই তিনি সাহায্য করেছেন। আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। এখানে যেহেতু অধিকাংশ সময়েই সাংবাদিকরা থাকেন, কাজের ফাঁকে যেন তারা একটু শরীরচর্চা করতে পারবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ জাতীয় প্রেসক্লাবের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*