নেত্রকোনার মদনে হামিম চৌধুরী (২৩) নামে এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বালালী বাঘমারা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। হামীম চৌধুরী উপজেলার শিবপাশা গ্রামের শামীম চৌধুরীর ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণে মেয়েটি আন্ত:স্বত্তা হলে গত ১৭ মে ২০২২ তারিখে মদন থানায় ভিকটিমের মা বাদী হয়ে হামিম চৌধুরীকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই হামিম পলাতক ছিল। এর মধ্যে গত জুন মাসে তরুনীর একটি কন্যা সন্তান জন্ম হলে ওই দিনেই সন্তানটি মারা যায়। এদিকে মৃত শিশুটির ডিএনএ নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার বালালী বাঘমারা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আজ সোমবার গ্রেফতারকৃত হামিমকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ধর্ষণ মামলার আসামি হামীম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের একটি সন্তান জন্ম হলে মারা যায়।
পরে আমরা শিশুটির ডিএনএ নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে প্রেরণ করেছি। হামীমকে সোমবার কোর্টে প্রেরণ করা হয়েছে।