ব্রেকিং নিউজঃ

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হবে আনন্দ নিকেতন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা সোনার মানুষ পাবো না। সেজন্য পুরো শিক্ষাক্রম পাল্টে ফেলার চেষ্টা করছি; যেখানে মুখস্ত বিদ্যা নয়, শিক্ষার্থীরা আনন্দ করে করে শিখবে। পরীক্ষাভীতি থাকবে না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠবে আনন্দ নিকেতন। শিক্ষায়তন হয়ে উঠবে মানুষ গড়ার কারখানা।’

রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কেরানীগঞ্জের তারা নগরে ছায়ানট-নালন্দা মাধ্যমিক বিদ্যালয়ের অপালা ভবনের দ্বার উদঘাটন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নালন্দার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। পারিবারিক পরিসরেও গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। প্রশ্নের উত্তর দেওয়ার মনোবৃত্তি তৈরি করতে হবে। যে শিক্ষায়তন এই চর্চা করে, সেই শিক্ষায়তনই সত্যিকারের শিক্ষায়তন। সেরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান মনে হচ্ছে নালন্দা। আমাদের দেশের সকল শিক্ষায়তন হয়ে উঠুক এই রকম আনন্দময় শিক্ষায়তন।’

দীপু মনি বলেন, ‘ষাটের দশক থেকে ছায়ানট বাঙালি সংস্কৃতি চর্চা ও সাধনাকে খরপ্রবাহে স্রোতস্বিনী করার কাজে নিয়োজিত। ১৯৬৭ সালে রমনার বটমূলে বর্ষ উদযাপনের মধ্যে দিয়ে বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার চেতনা জাগ্রত করার অনন্য প্রয়াস গ্রহণ করে ছায়ানট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*