কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা :নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে সোমবার লরি চালক ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, সাজা প্রাপ্তদের আজ সোমবার দুপুরের দিকে (১৯ সেপ্টেম্বর) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম এই সাজা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম বলেন, উপজেলার সীমান্তবর্তী মহাদেও নদী থেকে সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে কলমাকান্দা সদরের ডেইট্টাখালী মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ (১) ধারায় লরি গাড়ীর দুই চালককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্তরা হলেন, কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে লরি চালক মো. জামাল মিয়া (২২) ও একই জেলার পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার বীর আলাদিয়া গ্রামের মো.ঈসমাইলের ছেলে লরি চালক মো.জামাল (৩৪)।