বারহাট্টা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, মেলা উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম প্রধান অতিথি থেকে এ তিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছাস পালের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান, বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ। ২০-০৯-২০২২ খ্রিঃ থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২২-০৯-২০২২ খ্রিঃ পর্যন্ত। মেলায় ১৫টি স্টল অংশ নিচ্ছে। স্টলগুলোতে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী স্থান পাচ্ছে।