মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও গ্রামে পারিবারিক রাস্তাকে কেন্দ্র করে মঙ্গলবার দু-গ্রুপের ব্যাপক সংঘর্ষে একবন্ধী সহ ১১ জন আহত হয়েছে। আহতদেরকে প্রতিবেশীরা কলমাকান্দা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। আহতরা হলেন রজব আলী (৭০), সোহেল (২৬), এলখাছ মিয়া (৩০), সোহাগ (১৯), আব্দুস সালাম (৫০), আবুল মিয়া (৫৫), হারেছ মিয়া (৩৮), শাহাব উদ্দিন (৩০), আতিক হাসান (১৮)। উপর পক্ষের নায়েব আলী (৩৫), আশিকুল (৩২), নূরুল ইসলাম (৩৭)। গত মঙ্গলবার বিকালে ওমরগাঁও গ্রামের রজব আলীর দেওয়া পারিবারিক রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে একই গ্রামের কালাচাঁন মিয়া ও সঙ্গীয় লোকজন অতর্কিত ভাবে রজব আলী ও তার লোকজনের উপর দেশীয় অস্ত্র রামদা, দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দু-গ্রুপের ১১ জন আহত হয়। অভিযোগের ভিত্তিতে কলমাকান্দা থানা পুলিশ নায়েব আলী ও আশিকুলকে গ্রেফতার করে। ওসি আব্দুল আহাদ খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে এবং অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।