ব্রেকিং নিউজঃ

বারহাট্টায় শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অফিসার্স ক্লাবে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক, বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, সাবেক এম.পি. মোতালিব খান পাঠান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রাণেশ চন্দ্র পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি জোয়ারদার টুপুর প্রমুখ।