নেত্রকোনা (বারহাট্টা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ৫ দফা দাবির সঙ্গে সংহতি রেখে পিআইও অফিসে চলছে পূর্ণদিবস কর্মবিরতি। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষজন। সারা দেশের ন্যায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে এ পূর্ণদিবস কর্মরিবতি শুরু হয়েছে। সরজমিনে দেখা যায়, সকাল ৯টার দিকে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা কর্মচারীরা কাজ বন্ধ রেখে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের। বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা আইন- ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) নিয়োগ বিধিসহ জনবল কাঠামো এখনো অনুমোদন হয়নি। পদ দু’টির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও- পিআইওরা কাঙ্খিত আর্থিক সুবিধা পাচ্ছেন না। তিনি আরও বলেন, যে কোন ধরণের প্রাকৃতিক দূর্যোগ সাধারণ মানুষের জানামালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি লাঘব ও মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা হলেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বঙ্গবন্ধুর হাতে গড়া দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ২০২২ সালে এসেও অবহেলিত এবং বঞ্চিত। আর তাই দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পূর্ণদিবস কর্মবিরতি চলছে। চলমান এই কর্মসূচির যৌক্তিক দাবিগুলো যদি আদায় না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।