বারহাট্টা (নেত্রকোনাা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় থানার উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব সুন্দর এবং নির্বিঘ্নে উদযাপনের লক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বারহাট্টা থানা হলরুমে অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল, মোহনগঞ্জ মোঃ সাইদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ডি.এ.ডি নূর উদ্দিন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানেশ চন্দ্র পাল প্রমুখ।