ব্রেকিং নিউজঃ

টঙ্গীতে ধর্ষণের অভিযোগ,মামলা

টঙ্গী  (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে দোকান থেকে ডেকে নিয়ে যুবতীকে রাত ভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গলবার রাতে টঙ্গীর দক্ষিণ আরিচপুর গরু হাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বৃহস্পতিবার বিকেলে নির্যাতিতা ওই যুবতির স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অভিযুক্তরা হলেন,মাদারীপুর জেলার ঘটকচর গ্রামের মৃত আব্দুল খালেক ডালির ছেলে সোহাগ(২৩) ও ধর্ষণে সহযোগিতার চেষ্টায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সেনবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মামুন(১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গরুর হাট এলাকার একটি পিঠার দোকানে পিঠা কিনতে যান ওই যুবতী। এ সময় সোহাগ তাকে ডেকে ওই এলাকার কাচ্চু মিয়ার বাড়ির একটি কক্ষে নিয়ে যান।এসময় মামুন ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়।পরে রাত ভর ধর্ষণ শেষে পরদিন সকাল এগারোটা দিকে দরজা খুলে দিলে ওই যুবতী তার বাসায় চলে আসে।

নির্যাতিতা নারী বলেন,সোহাগ ও মামুন আমার পরিচিত।মঙ্গলবার রাতে আমাকে ডেকে নিয়ে রাত ভর ধর্ষণ করে।পরে সোহাগ আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিলে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে পরিবারের সদস্যের বিষয়টি জানালে মামলা করার সিন্ধান্ত নেয়।বৃহস্পতিবার দুপুরে মামলা করেছি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন,নির্যাতিতা যুবতী মামলা করলে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি।