পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার পূর্বধলায় সোমবার (০৩ অক্টোবর) বিকেলে রাজপাড়া স্পোর্টিং ক্লাবের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রাজপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় এসময় উপস্থিত ছিলেন, রাজপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি আলমগীর বাশার সুমন, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রেজভী মোঃ তুষার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম সরকার, সৈয়দ ফয়সাল আহমেদ, ক্রিড়া সম্পাদক মোঃ নাজিম উদ্দিন খান, রাজপাড়া স্পোটিং ক্লাবের সম্মানিত সদস্য ডা. কনক দে, সহ কলা কুশলীগণ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলকে ট্রপি, প্রাইজ মানি, সেরা খেলোয়ার ও সেরা উদিয়মান খেলোয়াড়ের পুরষ্কার তুলে দেন অতিথিরা। উক্ত খেলায় রাজপাড়া স্পোর্টিং ক্লাবের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় পূর্বধলা ফুটবল একাডেমি বনাম আমিরা ভিক্টর অংশগ্রহণ করেন। খেলার নির্ধারিত সময়ের মধ্যে অমিমাংসিত থাকায় পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে আমিরা ভিক্টোর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া রানারআপ হয়েছেন পূর্বধলা ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রেজভী মোঃ তুষার।