ব্রেকিং নিউজঃ

টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বেপারীবাড়ি নেদায়ে ইসলাম জামে মসজিদের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা একটি ‘জশনে জুলুশ’ আনন্দ র‌্যালী বের করা হয়। চেরাগআলী-ভাদাম রোডের বেপারীবাড়ি এলাকা থেকে র‌্যালীটি শুরু হয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রোড, চেরাগআলী বাসষ্ট্যান্ড, সুরতরঙ্গ রোডসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ শেষে নেদায়ে ইসলাম জামে মসজিদে এক মিলাদ মাহফিলের মধ্যদিয়ে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন মসজিদের খতীব হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক ও আল-আমিন সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী, মুফতি কাজী শাহ মাহমুদ রেজা, হাজী মেরাজ উদ্দিন, সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, মোহাম্মদ জাকির হোসেন, হাফেজ আরিফুল ইসলাম আত্তারী, মাওলানা সারোয়ার কবীর সবুজ, হাফেজ মোস্তফা ফায়সাল রিফাত প্রমুখ। শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।