বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। রোববার বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে দিবসটি উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বারহাট্টা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রব, মৌলভী শিক্ষক মাসুদুল হক, সহকারি শিক্ষক শিরিন সুলতানা, প্রমুখ। এছাড়াও পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।