ব্রেকিং নিউজঃ

বারহাট্টায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

রুকুনুজ্জামান খান .বারহাট্টা (নেত্রকোনা;  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম নাদেল বলেন, যে মহানায়কের একটি ইশারায় আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যার একটি ইশারায় সারাদেশের মানুষ একত্রিত হয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে সবুজের মাঝে লাল পতাকা পেয়েছি। তিনি আমাদের হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব পালন কালে বিরোধীদল প্রায় ২০ বার তাকে হত্যা করার চেষ্টা করেছে। জননেত্রী শেখ হাসিনা এ সকল বাধা বিপত্তি অতিক্রম করে বর্তমানে বাংলাদেশকে সোনার বাংলায় বিনির্মানের জন্য রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আগামী ২০২৪ সালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ হতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের নির্বাচনে জামাত-বিএনপি জোটকে পরাজিত করে আমাদের আবার সরকার গঠন করতে হবে নেত্রকোনার বারহাট্টা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সোমবার বারহাট্টা উপজেলা মাল্টিপারপাস কাম অডিটরিয়াম হলরুমে আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্ব ও বারহাট্টা কলেজের সিনিয়র ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য নির্বাহীর কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, সদস্য রেমন্ড আরেং, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা আসানের এমপি জাকিয়া পারভীন খান, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোণা পৌর সভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ। সম্মেলন শেষে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য খায়রুল কবীর খোকন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে বারহাট্টা সদর ইউনিয়নের পর পর তিন বারের সফল চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন ।