বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা রূপান্তর শুরু” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও শিক্ষক দিবস পালন আহŸায়ক কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা আয়োজন হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। বারহাট্টা সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল ওয়াদুদের সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, প্রাথমিক শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা, বারহাট্টা কলেজের প্রভাষক আনিছুল আলম শামীম, বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাহতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিব আহম্মেদ, চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ.কে.এম কামরুজ্জামান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, এ.কে.খান মাদরাসার শিক্ষক মাওলানা মজিবুর রহমান, প্রমুখ। এছাড়াও অন্যান্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।