ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরন।

আপডেটঃ ৬:২২ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০২২

 

কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা :কলমাকান্দায় উপজেলায় আনুষ্ঠানিক ভাবে স্মার্ট কার্ড ও সনদ বিতরন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার শিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া ও কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান প্রমুখ।