মোঃ জাফর উল্লাহ:-কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা : কলমাকান্দায় সিএন জি উল্টে জসিম উদ্দিন (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার নাজির পুর বাজার থেকে নেত্রকোণা যাওয়ার পথে নাজিরপুর ইউনিয়নের কুইন্না ব্রিজ সংলগ্নে এঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারাযায়। নিহত ওই ব্যক্তি লেংগুড়া ইউনিয়নের মৃত হাজীমুহাম্মদ আলীর ছেলে। নিহত ব্যক্তির চাচাতো ভাই মোঃ হযরত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিতকরেছেন।
কলমাকান্দায় সিএন জি উল্টে নিহত ১
আপডেটঃ ৭:৪১ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০২২