ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক তিন

 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মদসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালযয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে নিষিদ্ধ ভারতীয় ১৪ বোতল মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- ফারুক আহমেদ (৪৫), আবুল খালেদ আকন্দ সেন্টু (৪২), আরিফ জাহান (৩০)। তারা তিনজনেই বারহাট্টা উপজেলার বাসিন্দা।

এ ব্যাপারে কলমাকান্দা থানার (ওসি) মো. আব্দুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের পর তাদেরকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।