টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন,টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে সেবার মান নিশ্চি করতে হবে।টঙ্গী শ্রমিক অধ্যুষিত এলাকা।গরিব মানুষ এ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন।প্রতি তিন মাস পরপর হাসপাতালে সার্বিক পরিস্থিত ও পরিচালনার মিটিং করা হবে।সেবা প্রত্যাশি সকলকে এ হাসপাতালে সেবা নিশ্চিত করতে হবে। গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ সব কথা বলে।
সভায় গাজীপুর সিভিল সার্জন ডা. মো.খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন,সংরক্ষিত সাংসদ শামসুন্নাহার ভূইয়া, হাসপাতালটির তত্ত¡াবধায়ক ডা.জাহাঙ্গীর আলম,বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন গাজীপুর জেলা সভাপতি ডা.আমির হোসেন রাজ, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডা.মাসুদ রানা,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার অপরাধ (দক্ষিণ) মাহবুব উজ-জামান, সহকারী উপ পুলিশ কমিশনার(ট্রাফিক) দক্ষিণ বিভাগ মো. ফয়েজুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম প্রমূখ।