নেত্রকোনা প্রতিনিধ : নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর শুভ জন্মদিন উপলক্ষে নিজ জেলার নেত্রকোনায় হিমু পাঠক আড্ডার উদ্যোগে হিমুদের আনন্দ শুভযাত্রা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে সকাল ১০টা ৪৫ মিনিটে নেত্রকোনা সাতপাই নদীর পাড় হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে মোক্তারপাড়াস্থ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। ভার্চ্যুয়ালী আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন স্বাধীনতা পদক প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার। পরে মুক্তারপারাস্থ মুক্তমঞ্চে কেক কেটে জন্মদিন উদযাপন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। এ সময় সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুত্বুপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার মা আয়েশা আখতার খাতুন।বাবা ফয়জুর রহমান আহমদ ছিলেন পুলিশ কর্মকর্তা তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হন।উল্লেখ্য২০১২সালের ১৯ জুলাই ৬৪ বছর বয়সে হুমায়ূন আহমেদ ক্যানসার রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। ২৪ জুলাই নন্দিত এই লেখকের প্রিয় জায়গা নুহাশ পল্লীতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।