নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 

মোনায়েম খান নেত্রকোণা :  নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯.৩০ ঘটিকার সময় নেত্রকোণা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নুরুল আমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন,সের্ক্টস কমান্ডার ফোরামের সিনিয়র সহ সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মানিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুক,ু মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খায়রুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক গাজী মর্তুজা হোসেন কামাল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অধ্যাপক ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রইচ মোহাম্মাদ হাবিব খান মুক্তিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারী আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে নেত্রকোণা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।