ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ও সাতপাই স্মৃতিসুধে পুস্পস্তবক অর্পন করেন, সুযোগ্য জেলা প্রশাসক শাহেদ পারভেছ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা ঘাতক দালাল র্নিমূল কমিটির সভাপতি কেশবরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন শাহিন,জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড.শওকত আকবর ফকির, সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী টিপু, সাধারন সম্পাদক আনোয়ার জহির লিটন,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রইচ মোহাম্মদ খান মুক্তি, জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুভাষ রঞ্জন দত্তসহ জেলা উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৮টায় জেলা শহরের সাতপাই স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন উদ্ধোধন করা হয় । এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলা প্রেসক্লাব, জেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণন উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি উন্নয়ন অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*