ব্রেকিং নিউজঃ

নেত্রকোনা পল্লী বিদ্যুতের বিপুল পরিমান চোরাই তার পুকুর থেকে উদ্ধার

মোনায়েম খান, নেত্রকোনা :  নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ অফিসের ষ্টোর থেকে চুরি হয়ে যাওয়া বিপুল পরিমান আন্ডার গ্রাউন্ড ক্যাবল তার অপ্রত্যাশিতভাবে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার নেত্রকোনা শহর থেকে ২ কিলোমিটার পশ্চিমে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর নামক স্থানে অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন পুকুর থেকে এলাকাবাসীর সহায়তায় প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫০০ এম এম সাইজের ২২৯ মিটার আন্ডার গ্রাউন্ড ক্যাবল তার উদ্ধার করা হয়। অনাকাঙ্খিক এই চুরির ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ওই এলাকার আব্দুস সালাম নামের এক কৃষক নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন পুকুরে গরুকে গোসল করাতে নামলে পায়ে তার লেগে হোচট খাবার পর চুরি যাওয়া তারের সন্ধ্যান মেলে। বিষয়টি এলাকাবাসী ও পল্লী বিদ্যুৎ অফিসে জানানোর পর পুলিশের উপস্থিতিতে লুকিয়ে রাখা চোরাইকৃত বিপুল পরিমান মূল্যবান ক্যাবল তার উদ্ধার করা হয়। সেখানে উপস্থিত লোকজন জানান, পরøী বিদ্যুৎ অফিসের কিছু অসৎ কর্মচারী গোপনে ষ্টোর থেকে ক্যাবল তার চুরি করে বিক্রির উদ্দেশ্যে পুকুরের পানিতে লুকিয়ে রাখে বলে জানান। এই ঘটনার পর অফিস ষ্টাফদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জি, এম বিপ্লব কুমার সরকার জানান, ষ্টোর থেকে চুরি হয়ে যাওয়া মূল্যবান ওই ক্যাবল তার একজন কৃষকের মাধ্যমে সন্ধ্যানের পর পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করা হয়েছে। চুরির এই ঘটনার সাথে আনসার ও অফিসের ষ্টাফ জড়িত থাকতে পাওে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মডেল থানায় লিখিত অভিযোগ পেশ করা হয়েে