ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

 

মোনায়েম খান, নেত্রকোণা :  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় কালেক্টরেট প্রাঙ্গণে ‘চেতনার বাতিঘর’ চত্ত¡রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম খান, সদও উপজেলা পরিষদের চেয়াম্যান আতাউর রহমান মানিক, জলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোঃ নূরুল আমিন, জেলা রেড-ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শফিকুর রহমান সরকার,জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট ব্যোমকেশ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এডভোকেট মহিদুর রহমান তালুকদার লিটনসহ জেলা আওয়ামীলীগ, জেলা আওয়ামী যুবলীগ জেলা ছাত্রলীগ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,জেলা বঙ্গবন্ধু পরিষদ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সন্তান সংসদ,বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। এছাড়াও দিবসটি উপলক্ষে ৯,৩০ ঘটিকায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভা, কেক কাটা,পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-ছাত্রীদের জন্য বঙ্গবন্ধুর ওপরে স্বল্পদৈর্ঘ্য চলচিত্র, তথ্যচিত্র, প্রদর্শনী,জেলা শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুুর ভাষণ সম্প্রচার, ছড়া ও কবিতা আবৃতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া হাসপাতাল ,জেলখানা, শিশু পরিবার পথ শিশু পুনর্বাসন কেন্দ্র,প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র সহ জেলার বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়। মসজিদ , মন্দিও, গীর্জা প্যাগোডা ও অন্যান্য ধর্মী উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।