ব্রেকিং নিউজঃ

বারহাট্টায় কমিউনিটি পুলিশিং-ডে উদযাপিত

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি ;‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) নেত্রকোনার বারহাট্টায় কমিউনিটি পুলিশিং-ডে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে পুলিশ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। সকালে অতিরিক্তি পুলিশ সুপার (এসপি) মো. সাইদুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সহ-সভাপতি দীপক কুমার সাহা সেন্টুর সভাপতিত্বে থানা-সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্তি পুলিশ সুপার (এসপি) মো. সাইদুর রহমান প্রধান অতিথি ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ মুহাম্মদ আব্দুল কাদের, সাবেক ডিএডি মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বাউশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুল হক, চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান চৌধুরী, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানেশ চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মৃনাল কান্তি জোয়ারদার টুপুর, এসআই মো. এমদাদুল হক, এসআই তারেক মো. মাসুদ, এসআই আবু সায়েম ও কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তাগণ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশং কার্যক্রমকে আরো বেগবান করার আহবান জানান।