ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ গরুর মৃত্যু

 

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা :কলমাকান্দায় বিদ্যুতের খুঁটির ছিঁড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের তিন গরুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার গোপালবাড়ী চেগ্নী  এলাকায় এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, বেশ কিছুদিন ধরে পল্লী বিদ্যুতের খুঁটির হাই ভোল্টেজের মেইন লাইনের তার ছিঁড়ে নিচে থাকা জলাবদ্ধ পানিতে পড়ে ছিল। লাইনের তার ছিঁড়ে থাকা দেখে কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানালে তারা কোনো পদক্ষেপ নেয়নি। তবে ওই তিন গরুর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা আছে বলে দাবি স্থানীয়দের। কৃষক মানুয়েল চিসিম জানান, সকালে গরুগুলোকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেই। এসময় বিদ্যুতের খুঁটির পার্শ্বে ছিঁড়ে থাকা তার পানিতে পড়ে ছিল। গরুগুলো সেখানে গেলে তারে পেঁচিয়ে ঘটনাস্থলেই ওই তিন গরুর মৃত্যু হয়। এদিকে কৃষকের যে ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কলমাকান্দা জোনাল অফিসের ডিজিএম রাশেদুজ্জামান বলেন, তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। লাইনের তার কেউ কেটে দিতে পারে এবিষয়ে আমার সন্দেহ রয়েছে। তাছাড়া ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।