ব্রেকিং নিউজঃ

গাজীপুরে দুই শতাধিক দরিদ্র অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

অলিদুর রহমান অলি, গাজীপুরঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর মহানগর শাখার উদ্যোগে দিনব্যাপি সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র অসহায় দুই শতাধিক গরীব রোগীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জয়দেবপুর শহরের হাবিবুল্লাহ সরণিতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের মহানগর কমিটির সভাপতি ও সরকারের সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: সম্পা রানী মন্ডল, ডা. আনোয়ারা আহমেদ, ডা.  আল আমিন রোগনির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানসহ বিনামূল্যে ঔষধ বিতরণ ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন।এ সময়  সংগঠনের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি ডাক্তার কমর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল
মালেক,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম সদস্য সাংবাদিক অলিদুর রহমান অলি সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।