ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় গ্রাম্য বিরোধ ৪০ একর জমি অনাবাদী

 

মোনায়েম খান ,নেত্রকোনা :  নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের পাঁচশী গ্রামে বিরোধের জের ধরে গভীর নলকূপের সংযোগ না দেওয়া প্রায় ৪০ একর বোরো জমি গত ১০ বছর ধরে আবাদ করা যাচ্ছে না। এতে করে ওই গ্রামের অর্ধশত কৃষক ধান চাষ করতে পারছে না। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার পাঁচাশী গ্রামে গত ২০১০ সালে গ্রামে গভীর নলকূপ স্থাপন করা হয়। এলাকার কৃষকর নলকূপটি চালানোর জন্য কৃষক সমবায় সমিতি নামে সমিতি গঠন করে। দুই বছর তাদের ভালই চলছিল্ পরবর্তী সময়ে নলকূপে সমস্য দেখা দেয়। এর মধ্যে একই গ্রামের আবদুর রাজ্জাক নিজে উদ্যোগী হয়ে অন্য সদস্যদের বাদ দিয়ে গভীর নলকূপ স্থাপন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এমনকি মামলা পর্যন্ত হয়। পাঁচাশী কৃষক সমবায় সমিতির নলকূপে সেচ সংগোগ না দেয়ায় গত প্রায় ১০ বছর ধরে ওই গ্রামের কৃষকরা তাদের জমিতে বোরো আবাদ করতে পারছে না। বিষয়টি উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন। কিন্তু কোন কাজ হচ্ছে না। সেচ সংযোগের দাবিতে গতকাল শনিবার গ্রামের কৃষকরা অনাবাদি জমিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- আবুল আজাদ, আবদুল আউযাল, মো. সেলিম আহমেদ প্রমুখ।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতি মাহমুদা আক্তার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।