ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মোনায়েম খান, নেত্রকোণা : একাত্তরের মহান মুক্তিসংগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে এদেশের নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা চালায়। সেই সময়ের ভয়াল ইতিহাসকে স্মরণ করিয়ে দিতে জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম খান,জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, সিভিল সার্জন ডা. মোঃ সেলিম মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন, নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও এ দেশের সূর্যসন্তানদের আত্মত্যাগের ইতিহাস পৌছে দিতে সে ব্যাপারে আলোচকবৃন্দ গুরুত্বারোপ করেন।