ব্রেকিং নিউজঃ

বারহাট্টায় ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোণার বারহাট্টায় ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার রায়পুর ইউনিয়নে চিছড়াকান্দা ঈদগাহ মাঠে এ দিবস অনুষ্ঠিত হয়। ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীরের সভাপতিত্ব ও উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা কমিশন সদস্য সচিব একেএম ফজলুল হক। এ সময় অন্যান্যের মধ্যে কৃষি অধিদপ্তরের মনিটরিং ও বাস্তবায়ন সরেজমিন উইং অতিরিক্ত পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান। এছাড়াও উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও চিছড়াকান্দা এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*