ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় দুর্যোগ ব্যবস্থাপনায় সেতু নির্মাণে অনিয়ম

 

 

নেত্রকোনা প্রতিনিধি : কলমাকান্দা দুর্যোগ ব্যবস্থাপনায় সেতু নির্মাণে অনিয়ম রেখেই সাবেক এমপিকে দিয়ে ব্রীজ উদ্বোধনের অভিযোগ। জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের রাণীগাঁও ও খলা গ্রামের রাস্তায় ১২ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সাঁকু দিয়ে চলাচলের দূর্ভোগ নিরসনের প্রেক্ষিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে মেসার্স নিউ আশা ট্রেডাস ঠিকাদার প্রতিষ্ঠানকে ২০২১-২২অর্থ বছরে ৬৫,৭৪৯.০০ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণে কাজ শুরু করার অনুমতি প্রদান করে। তিন বছর হলেও এখনও ব্রীজের কাজ শেষ না করে সমস্ত টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে মেসার্স নিউ আশা ট্রেডার্স এর বিরুদ্ধে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশাদুজ্জামান জানান,রাণীগাঁও ও খলা সেতু নির্মাণের বিষয়টির খোজ খবর নিচ্ছি অনিয়ম হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী জানান শুরু থেকেই ঠিকাদারের লোকজনের নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ব্রীজের কাজে অনিয়ম করছে। তদারকিতে কর্তৃপক্ষের উদাসীনতা থাকায় ঠিকাদার তাদের ইচ্ছে মতো কাজ করেছেন।এ নিয়ে স্থানীয়রা বার বার প্রতিবাদ করলেও কর্তৃপক্ষ শুনেনি তাদের কথা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খলা খালের উপর সেতুর নির্মাণ কাজে শুরু থেকেই অনিয়ম করছে ঠিকাদার। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সেতু নির্মাণ করেছে। ব্রীজের দুই পাশে সড়কের কাজ বাকী রেখে সাবেক এমপিকে দিয়ে উদ্বোধন করেছে। অফিস সূত্রে জানা যায় কাজ শেষ না করেই সাকুল্য টাকা উত্তোলন করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এই নিয়ে জেলা ত্রাণ ও পুন বার্সন কর্মকর্তা মুহাম্মদ রহুল আমীন এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান কলমাকান্দা প্রকল্প বাস্তবায় কর্মকর্তাকে বলবো ব্রীজের কাজ শেষ না করে ঠিকাদারকে কোন টাকা পয়সা যেন না দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*