ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় কবরস্থানের জমি দখলের মামলার আসামী শামীম বাদিকে হুমকি

 

নেত্রকোনা প্রতিনিধি :  জেলার সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে পারিবারিক কবরস্থান দখলের পায়তারা মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি ও সাক্ষীগণকে সাক্ষী না দেওয়ার ভয় ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে মামলার একমাত্র আসামী একে এম শামীম এর বিরুদ্ধে। অভিযোগে জানা যায় পবিত্র কবরস্থানে অনাধিকার ভাবে প্রবেশ করিয়া দেরশত বছরের পুরনো পারিবারিক গোরস্থানকে মুছে ফেলার উদ্দের্শে বেকু দিয়ে মাটি কেটে নিয়ে অন্যত্র নিয়ে বিক্রি করে দেওয়ায় তার নামে আদালতে মামলা হয়। বেকু দিয়ে মাটি কাটায় কবরস্থানের অনেক চিহ্ন মুছে যায়। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে পরে তারা একত্রিত হয়ে সকলেই প্রতিবাদ করতে গেলে শামীম তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাসের হুমকি প্রদান করে। গ্রাম্য সালিসে কোন বিচার না পেয়ে ন্যায় বিচারের আশায় ভূমির মালিক মোঃ ইদ্রিস আলী বাদী হয়ে গত ১০-৫-২২-ইংরেজী তারিখ মঙ্গলবার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে একে এম শামীমকে আসামী করে ও এলাকার ৭,জন ব্যক্তিকে সাক্ষী রেখে আদালতে মামলা দায়ের করেন। মামলা করার পর থেকে বাদী ও সাক্ষিগণকে মামলা তুলে নেওয়ার ও সাক্ষী না দেওয়ার জন্য নানা ভাবে ভয় ভীতি ও বারবার হুমকি দিয়ে আসছে বলে মামলার বাদী মোঃ ইদ্রিস আলী আভিযোগ করেন। তিনি বলেন কবরস্থানে পিতা মাথা ও সাক্ষীগণের মাথা পিতাসহ আত্নীয়স্বজনের কবর রহিয়াছে। মেদনী ইউনিয়নের নিশ্চিন্তপুর মৌজার যাহার সি,এস খতিয়ান নং ৮৭ ও সি,এস দাগ ৫১৪, বি আর এস খতিয়ান ২৯৬,বি আর এস দাগ ৩৮৮,যাহাতে যাহাতে ১৫০ বছরের পারিবারিক কবরস্থান রয়েছে। মামলার সাক্ষীগণ ও এলাকাবাসীর বক্তব্য থেকে জানা যায় আসামী শামীম এলাকার জন্য অত্যান্ত দাঙ্গাবাজ ও ভূমি লোভী সে একজন মুসলমান হয়েও মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। নিশ্চিন্তপুর গ্রামবাসীর দাবী প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।