ব্রেকিং নিউজঃ

নেত্রকোণা আটপাড়ায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

 

নেত্রকোণা প্রতিনিধি :  জেলার আটপাড়া উপজেলার দেওগাঁউ পূর্বপাড়া গ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার বেলা ১১ঘটিকার সময় দেওগাঁও পূর্বপাড়ার সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ ১মাস ধরে বর্জ্য মিশ্রিত পানি আটকিয়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এব্যপারে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে জলাবদ্ধতার বিষয়টি জানালেও তারা কোনো সমাধান করেননি। এলাকাবাসীর অভিযোগ, দেওগাঁউ গ্রামের পূর্বপাড়ার ভিতর দিয়ে একটি সরকারি হালট রয়েছে। এর সাথে গ্রামের পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল। গ্রামের মোঃ চন্দন মিয়া, মোঃ স্বপন মিয়া, মোঃ রিপন মিয়া সর্ব পিতা আব্দুল গফুর, এরা জোরপূর্বক ভাবে সরকারি যায়গার উপর মাটি কেটে ঘরবাড়ি নির্মাণ করে পানি চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াতে বাড়িতে থাকা বৃদ্ধ ও শিশুরা ড্রেনে পড়ে গুরুতর অসুস্থ হয়েছেন। বিষাক্ত পানির কারণে তারা চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জালাল মিয়া, আমির উদ্দিন, মোঃ শামিম আহমেদ, মোঃ কামাল মিয়া, খোকন মিয়া, নয়ন মিয়া,দিলন মিয়া, হুমায়ূন কবির, খোকন মিয়া, মো. হানিফ মিয়া, রিয়াজুল ইসলাম, তাইজুল ইসলাম, আক্তার হোসেন, আবুল কালাম, হুমায়ূন প্রমুখ। এ ব্যপারে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*