ব্রেকিং নিউজঃ

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

 

 

মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা, (নেত্রকোণা) সংবাদদাতাঃ নেত্রকোনার কলমাকান্দায় নানান কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৬ জুলাই এইদিনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন সাত মুক্তিযোদ্ধা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টায় নাজিরপুর স্মৃতিসৌধে ও বেলা ১১ টায় লেংগুরা সাত শহীদের মাজারে পুষ্পস্তপক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সহ মুক্তিযোদ্ধা, এছাড়াও নেত্রকোণা-১ আসনের সাবেক সাংসদ মোস্তাক আহম্মেদ রুহি, নোটারিয়ান আতাউর রহমান খান আখির ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে এ উপলক্ষে লেংগুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন নেত্রকোনার আবদুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন। তাদের মরদেহ লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ১১৭২ নম্বর পিলারের কাছে সমাহিত করা হয়।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*