
মোনায়েম খান, নেত্রকোনা : জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সুযোগ্য জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারন সম্পাদক চিন্ময় তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান প্রমুখ। সভায় সর্বজনীন পেনশন স্কিমের ওপর সার্বিক উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম, সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধী মহল ও জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ শ্রেনী-পেশার অতিথিগণ উপস্থিত ছিলেন।