ব্রেকিং নিউজঃ

দেশের আইনের ব্যবস্থায় কিছু ত্রুটি রয়েছে, সেগুলোকে সরিয়ে সংশোধন করতে হবে —-প্রধান বিচারপতি

 

নেত্রকোনা প্রতিনিধি : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বলেছেন, দেশের আইনের ব্যবস্থায় কিছু ত্রুটি রয়েছে, সেগুলোকে সরিয়ে সংশোধন করতে হবে এবং যুগোপুযোগী আইন করার জন্য সরকারের দায়িত্ব রয়েছে। সেদিকে খেয়াল রাখার জন্য সরকারের মন্ত্রী,সংসদ সদস্যদের প্রতি আহবান জানান প্রধান বিচারপতি। রোববার বিকেলে নেত্রকোনা পৌর সভা ও নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।প্রধান বিচারপতি এসময় মামলার জট কমাতে কাজ করার প্রত্যায় ব্যক্ত করে বলেন, পৃথিবির বিভিন্ন দেশে সিভিল প্রসিডিউর কোর্ট যুগোপুযোগী করে আপডেট করা হয়েছে। সেজন্য সিভিল প্রসিডিউর কোর্ট সহঅন্যান্য আইনের সংস্কার করার জন্য সরকারের প্রতি আহবান জানান।নেত্রকোনা পৌর সভার মেয়র ও নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি,সাংসদ অসীম কুমার উকিল, সাজ্জাদুল হাসান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালি, জাকিয়া মনি, বিচারপতি কামরুল কাদের, শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য্য ড.গোলাম কবির, জেলা প্রশাসক শাহেদ আহমেদ,পুলিশ সুপার ফয়েজ আহমেদ,নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জিপি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন সহ সরকারের বিচার বিভাগ, নিবার্হী বিভাগ সহ বিভিন্ন সরকারী-বেসরকারী ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*