ব্রেকিং নিউজঃ

বাউফল ঘূর্ণি ঝড়ে আমন ধান ও  সবজির ব্যাপক ক্ষয় ক্ষতি

বাউফল প্রতিনিধিঃ ঘূর্নিঝড় মিধিলি’র আঘাতে পটুয়াখালীর বাউফলে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের অনেকেই বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে লোন নিয়ে ফসলের চাষ করেছেন। তাই লোন পরিশোধ নিয়ে দূঃচিন্তা ও শংকায় রয়েছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৩৪ হাজার ৭শত এক হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রাথমিক তথ্য অনুযায়ি ঘূর্নিঝড় মিধিলি’র আঘাতে ৪ হাজার ১ শত ৩৪ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লাল শাক, ফুলকপি, মিষ্টি কুমরা, লাউ, বেগুন, টমেটো সহ বিভিন্ন প্রকার শীতকালীন সবজি  আবাদ হয়েছে ৩শ ৪০ হেক্টর জমিতে। এর মধ্যে ৩২০ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও প্রায় ৩ হাজার হেক্টর জমির খেসারি ,মরিচ ও সরিষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা হচ্ছে। তবে বেসরকারী হিসাব অনুযায়ি ক্ষয়ক্ষতির পরিমান আরও বেশী হবে বলে ধারণা করা হচ্ছে।ফলে কাংখিত লক্ষ্য মাত্রার ফসল উৎপাদন নিয়ে সংশয় রয়েছে।বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ কুন্ড বলেন, এখন পর্যন্ত সম্পুর্ন ক্ষয়ক্ষতির তথ্য আমাদের হাতে আসেনি। আমাদের উপ সহকারী কৃষি অফিসার গন মাঠ পর্যায়ে কৃষকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করছেন। দুই-এক দিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমান জেনে সেই তথ্য আমরা ঊর্ধ্বতন কর্তপক্ষর কাছে পাঠাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*