ব্রেকিং নিউজঃ

ভোট বিক্রি করবেন না,এটি আপনাদের পবিত্র আমানত : ভাইস চেয়ারম্যান তরিকত ফেডারেশন

 

 টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: ভোট বিক্রি করবেন না।এটি আপনাদের পবিত্র আমানত।ভোট বিক্রি করে খারাপ মানুষকে নেতৃত্বে আসার সুযোগ করে দেন আর তিনি যদি কোন অন্যায় করেন তবে তার দায় আপনাকেও নিতে হবে। তাই আল্লাহ ও নবী রাসুলের পথের মানুষকে আপনারা বেছে নিন। এবারের নির্বাচনে দেশে একটি বড় দল অংশ গ্রহণ করছে না। তাই নির্বাচনের মাঠে কোন উত্তেজনা নেই। এমনি মন্তব্য করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের(বিটিএফ) ভাইস চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে অংশ নেয়া প্রার্থী (ফুলের মালা প্রতীক) ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার। সোমবার বিকেলে টঙ্গীর মিলগেট লামা বাজার বস্তিতে (ফুলের মালা প্রতীকের) গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমি বিজয়ী হলে গাজীপুরকে পলিথিন, প্লাষ্টিক ও কেমিক্যালমুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলব। বস্তি মানুষ খুব কষ্টে এখানে বসবাস করছে। মানুষকে বাঁচাতে হলে আগে পরিবেশ-প্রতিবেশ রক্ষার্থে কাজ করবো। তছাড়া টঙ্গী-গাজীপুরের ঐতিহ্য তুরাগ নদ মৃতপ্রায়। বিভিন্ন কলকারখানার নির্গত দূষিত ও বিষাক্ত কেমিক্যালের কারনে তুরাগ নদের পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এমনকি নদের পানি দূষণের কারনে নদে মাছসহ জীববৈচিত্র আজ চরম হুমকির মুখে। নতুন রাস্তা ঘাটের পাশাপাশি কোথাও যদি কোন সড়ক প্রশস্ত করতে হয়। এতে যদি কারো বাড়ি-ঘড় নষ্ট হয়,তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে রাস্তা প্রশস্তের কাজ করা হবে। আমরা সুফিবাদ তত্ত্বে বিশ্বাসী। তাই সমাজের সর্বোচ্চ কল্যানে কাজ করবো। তার প্রচারনায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আসনটিতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ওস্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকে মো.আলিম উদ্দিন,গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক স্বতন্ত্র প্রার্থী(ঈগল প্রতিক) সাইফুল ইসলাম ও জাতীয় পার্টির জয়নাল আবেদিন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*