ব্রেকিং নিউজঃ

জবির নতুন ক্যাম্পাস দ্রুত প্রস্তুত করার দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস দ্রুত প্রস্তুত করার জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে মিছিল শেষে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ দ্রুত শেষ দেখতে চান তারা। ছোট ক্যাম্পাসে তাদের আবদ্ধ না রেখে দ্রুত ক্যাম্পাসকে প্রসারিত করা হোক। প্রয়োজনে সেনাবাহিনীর মাধ্যমে পরবর্তী নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘আজ চার বছর পরে আমাদের আবারও নতুন ক্যাম্পাসের দাবি নিয়ে দাঁড়াতে হচ্ছে। দাবি কিংবা আন্দোলন ছাড়া কি কোনো কাজ করা যায় না?’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, নতুন ক্যাম্পাসে নির্মাণ কাজের দ্রুত অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কাজের অগ্রগতির জন্য প্রয়োজনে যদি সেনাবাহিনীকেও কাজ দেওয়া যায়, সেটাও বিবেচনার অনুরোধ জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*